পথের শিশু পথেই থাকে
পথেই বড়ো হয়,
দেখবে কে সে কষ্ট কত
ওদের বুকে রয়।

পথের ধারে বিছানা পেতে
বারো মাসই থাকে,
এই চিত্র ঢাকা শহরে
পথের বাঁকে বাঁকে।

গ্রীষ্মকাল বর্ষাকাল
হোক শীতের কাল,
পথের ধারে থাকে যে ওরা
তুলে তাঁবুর পাল।

শীতের রাতে শৈত্য বায়ু
ঠক ঠকিয়ে কাঁপে,
জ্বর ঠাণ্ডা হলে তাদের
কে সে ওদের মাপে!

পথের শিশু বলেই ওরা
অবহেলিত হবে,
এমন হলে কেমন করে
বাঁচবে ওরা ভবে?

                _____♦_____

মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২

রচনাঃ- ২৫ / ৯ / ২০২০ ইং।
শুক্রবার, মেরুল বাড্ডা, ঢাকা।