পর্দা নিয়ে বিরোধ করে
কিছু বোকার দল,
কি আর বলবো! ওদের মাথায়
ভরা গরুর মল!
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের
নামকরা এক স্যার,
পর্দা নিয়ে বিরোধ করে
পায় না কিছু আর।
এত বড় শিক্ষক সে যে
অগাধ তাহার জ্ঞান,
পর্দা নিয়ে চুলকানি তার
তাই করে ঘ্যান ঘ্যান।
হিজাব সহই পড়াশোনা
করছে নারী বেশ,
তবু কেনো পর্দা নিয়ে
মন্তব্যের নাই শেষ।
শিক্ষার সাথে ধর্ম মানতে
বাধা তো আর নাই,
তবু কেনো ক'দিন পরপর
এসব শুনতে পাই!
_____♦️_____
রচনাঃ- ৩১ / ৮ / ২০২৩ ইং, বৃহস্পতিবার
তেওতা, মানিকগঞ্জ, বাংলাদেশ।