কেনো তুমি দৃষ্টি দেবে
অন্য নারীর দিকে,
বন্দী কেনো হবে তুমি
নরকের ওই শিকে।

কেন্ প্রয়োজন ছাড়া কথা
বলবে তাদের সনে,
তাঁদের নিয়ে কুচিন্তা কেন্
করবে মনে মনে।

তাঁরা মোদের মা ও বোন হয়
বিবি আছে ঘরে,
তবু কেনো কুদৃষ্টি দাও
ওই সে নারীর 'পরে।

ওদের দিকে হাতটা বাড়ে
কোন্ অধিকার বলে,
লাজ-লজ্জা আর হায়া শরম
সবই গেলো তলে!

কোন্ সাহস আর অধিকারে
হাতটা ওদের ধরিস,
ছলনায় বা জোর করে কাম্
চরিতার্থ করিস!

চোখটা ফেরাই নত করি
আমার নিজের দৃষ্টি,
প্রভুর বিধান পর্দা মানি
সুন্দর হবে সৃষ্টি।

                  _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ-  ৩০ / ৯ / ২০২০ ইং
বুধবার, টি এন্ড টি কলোনী মাদ্রাসা,
ওয়ারলেস গেট, মহাখালী, গুলশান, ঢাকা।