ঘোষণা করছি আমি, হে আল্লাহ্!
তোমার পবিত্রতা, তোমার প্রশংসা;

    নাম তোমার বরকতময়
    উচ্চ তোমার মহিমা,
  
নেই কোন মা'বুদ আর
একমাত্র তুমি ছাড়া।

        ___♦___
        
রচনাঃ- ১৭ / ০৫ / ২০১৪ ইং।
মিরপুর- ১৪, ঢাকা।