একাত্তরের মুক্তিযুদ্ধে
ভুল করেছে যাঁরা,
ভুলের ওপর নেই রে আজি
অনুতপ্ত তাঁরা।  

একাত্তরের ঘাতকেরা
আর নহে রে ঘাতক,
সবার মতোই তারাও এখন
স্বাধীন দেশের চাতক।

দেশের কাছে জাতির কাছে
চাইছে তাঁরা ক্ষমা,
ক্ষমা করা মহৎ এক গুণ
ক্ষোভ রাখিস নে জমা!  

লাল সবুজের যেই পতাকা
আমরা জড়াই  মায়ায়,
খুব মমতায় দাঁড়িয়ে তাঁরা
এই পতাকার ছায়ায়।

লাল সবুজের এই পতাকা
তাঁরাও জড়ায় বুকে,
এই পতাকার ছায়া তলে
থাকতে চায় যে সুখে।

ক্যামনে তবে ধাক্কা দিয়ে
ফেলিস ওদের দূরে,
ওরাও গায় জাতীয় গান
আমাদেরই সুরে।

সন্তানেতে ভুল করিলে
দেয় কি ফেলে মায়ে?
আমরা কেনো কথায় কথায়
পড়ছি তাদের গায়ে?

                _____♦️_____

১৭ / ৮ / ২০২৩ ইং, মেরুল বাড্ডা, ঢাকা।