আমার জন্য আপনাকে রাত জাগতে হবে না,
আপনি আপনার সময় মতো ঠিক ঘুমিয়ে পড়বেন।
মধ্য রাতে মধ্যাকাশে পূর্ণ চন্দ্র যখন অঝোরে জোছনা ঝরাবে -
বাগানের হাসনাহেনা আর রজনীগন্ধারা সুতীব্র সুবাস ছড়াবে -
আমি না হয় তখন আপনাকে ডেকে তুলবো আমার পাশে বসে একটুখানি গল্প করার জন্য!
অথবা -
রাতের শেষ প্রহরে জায়নামাজের কোণায় বসে রবের দরবারে তোলা চারটি হাত ভিজবে প্রবল অশ্রুপাতে!
_____♦️______
- ২০ / ৬ / ২০২৩ ইং মঙ্গলবার, ১১:০৩ pm
- মেরুল বাড্ডা, ঢাকা।