এক প্রচণ্ড বর্ষণ মুখর দিনে -
তুমি আর আমি সবুজ মাঠের সরু পথ দিয়ে -
হেঁটে যাবো ভিজতে ভিজতে...
কাদায় মাখামাখি সে পথে -
পিছলে পড়ার ভয়ে -
তুমি বারবার জড়িয়ে ধরবে আমায়.....!
একি সত্যিই ভয়?
নাকি -
প্রচণ্ড বৃষ্টিতে প্রিয় মানুষটাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরার এক বৃথা অযুহাত!
______♦️_______
- ২১ / ৬ / ২০২৩ ইং, বুধবার,
- জামিয়া কাসিমিয়া মহাখালী টি এণ্ড টি কলোনী মাদরাসা।
বনানী, ঢাকা।