শীঘ্রি যেনো আকাশ ভেঙে
বৃষ্টি নামে খুব,
শীতল জলের অতল তলে
হলুদ পাতার ডুব!
দীর্ঘশ্বাসের গোপন ব্যথা
যাক ধুয়ে যাক সব,
মনের আকাশ হোক পরিস্কার
ধবধবা ধব ধব!
বৃক্ষেরা সব পাক ফিরে পাক
আবার সতেজ প্রাণ,
চতুর্দিকে ছড়িয়ে পড়ুক
বৃষ্টি ভেজা ঘ্রাণ।
যাক থেমে যাক ঘূর্ণি ওঠা
উথাল পাথাল ঝড়,
নতুন করে বাঁধুক সবাই
প্রণয় ডোরে ঘর!
______♦______
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১
রচনাঃ- ১৯ / ৫ / ২০২১ ইং
মেরুল বাড্ডা ঢাকা।