নিত্য দিনে যাচ্ছে বেড়ে
পণ্য দাম ভাই,
এত টাকায় বাজার করা
সাধ্য আর নাই।
যেদিকে যাই দগ দগিয়ে
দামে আগুন জ্বলে,
সেই আগুনে অসহায়ের
হৃদয় শুধু গলে।
আগুন দামে পোড়ে পণ্য
পেঁয়াজ, তেল, আটা,
দামের ভীড়ে স্বপ্নগুলো
হয়েই গেছে ছাঁটা।
সবজি সহ মাছ বাজারে
মূল্য খুব চড়া,
নিম্ন আর মধ্য স্তর
মানুষ খায় ধরা।
দাম বেড়েছে সব কিছুতে
রসুন, আদা, নুন,
কার কাঁধে যে দোষটা দেব
বলবো কার গুণ।
দাম বেড়েছে পন্যে আজি
বেতন বাড়ে নাই,
স্বল্প আয়ে কষ্ট করে
মাসটা গুণে যাই।
গরীব দুখী মরছে ভাতে
দেখার কেউ নাই,
ব্যথার কথা মনে মনেই
গুনগুনিয়ে গাই।
____♦____
মাত্রাবৃত্ত ৫+৫+৫+২
রচনাঃ- ১২ / ১০ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।