এসো সবাই মিলেমিশে
সমাজটাকে গড়ি,
সবার দুখে হয়ে দুখী
সবার হাতটা ধরি।
এ সমাজে ভালো মানুষ
পাই না খুঁজে তো আর,
স্বার্থের পেছন ছুটছি কেবল
ধান্ধায় জীবন হয় পার।
স্বভাব আজি নষ্ট হলো
স্বার্থের পেছন ছুটে,
মানবতার বড়োই অভাব
পারলে খাচ্ছি লুটে।
এসো সবাই এসব ফেলে
আজকে হবো ভালো,
ধরার মাঝে জ্বালবো আবার
মানবতার আলো।
আজই চলো এসব ছাড়ি
তওবা করি সবে,
আমি নিজে ঠিক হলেই ভাই
শান্তি ফিরবে ভবে।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ১৬ / ১০ / ২০২০ ইং
শুক্রবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।