নারী নহে দূর্বলতা
নারী ভালো বাসা,
নারী মোদের দেখায় স্বপ্ন
নারী জাগায় আশা।

পাশে থেকে নারী মোদের
সাহস জোগায় মনে,
অসাধ্যটা সাধন করায়
বাঁধে নতুন পণে।

শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে
সমান তালে চলে,
উচ্চ শিক্ষা নিয়ে নারী
আপন আলোয় জ্বলে।

সংসারে আজ হাল ধরেছে
স্বাবলম্বী নারী,
কর্মমুখর নারী আজি
করছে বাড়ি গাড়ি।  

নারীর সম্মান করতে শেখো
নারী মায়ের জাতি,
নারী মোদের ভালোবাসা
নারী জীবন সাথী।

                _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ- ২২/ ১০ / ২০২০ ইং
বৃহস্পতিবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।