হাতি নাচে
ঘোড়া নাচে
নাচে ওই বোয়ালে,
নাচ দেখে
হাসে দাদু
দাঁত নেই চোয়ালে।
ধেইধেই
নাচে ওই
বোকাসোকা হাবুটা,
তাই দেখে
খিলখিল
হাসে ওই বাবুটা।
ধিনধিন
রিনঝিন
নাচে ওই মেয়েটা,
খুব খুশি
ছোট তুষি
বাহ্ বাহ্ কে এটা!
_____♦_____
রচনাঃ- ১১ ও ১৪ ই সেপ্টেম্বর, দুই হাজার তেইশ সাল।
সোমবার এবং বৃহস্পতিবার।
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা
ও
মেরুল বাড্ডা, ঢাকা।