দাদা আমার গেলেন চলে
জন্মের একমাস পর,
পরপারে কেমন আছেন
ছোট্ট মাটির ঘর।
নাই রে তাঁহার স্মৃতি আজি
পড়ে না যে মন,
ছেড়ে আমায় দাদা তুমি
গেলে দূরের বন।
দাদা আমার ছিলেন তিনি
হাফেজ কোরআন ভাই,
ছিলেন আরও শিক্ষক তিনি
সবাই বলে তাই।
ছিলেন দাদা মানুষ গড়ার
কারিগর যে বেশ,
গড়তেন তিনি সমাজটাকে
আজও আছে রেশ।
সুরের কন্ঠে তিনি ভবে
পড়তেন কোরআন পাক,
দোয়া করি পরপারে
দাদা ভালো থাক।
_____♦_____
রচনাঃ- ১ / ৯ / ২০২০ ইং।
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১
মেরুল বাড্ডা, ঢাকা।
( আজ ১৩ই সেপ্টেম্বর আমার দাদার মৃত্যু বার্ষিকী। আজ থেকে ৩০ বছর পূর্বে ১৯৯০ সালে আমার জন্মের একমাস পর দাদা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। দাদার জন্য সকলের কাছে দুয়ার দরখাস্ত। আল্লাহ্ পাক যেন দাদাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন আমীন ইয়া আরহামার রাহিমীন।
দাদাকে নিয়ে লেখা আমার একটি কবিতা "আমার দাদা"। কবিতাটি লেখা হয়েছিল আরও আগে- এক তারিখে। দাদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ প্রকাশ করলাম কবিতাটি।)