আয় রে আমার খোকন সোনা
ডাকছি তোকে আমি,
আয় রে আমার বুকের মানিক
সবার চাইতে দামী।
পড়তে বসতে হবে এখন
পরে করবি খেলা,
পড়ার সময় পড়তে হয় শোন্
রবে না'কো বেলা।
পড়ার মাঝে দে মনোযোগ
করিস না তুই হেলা,
পড়ার সময় কাজে লাগা
চলছে জীবন ভেলা।
তুই যে আমার বুকের মানিক
আঁধার ঘরের আলো,
লেখাপড়া শিখলে রে তুই
থাকবি সুখে ভালো।
আয় রে খোকন ঘরে আয় তুই
যায় রে সময় চলে,
লেখাপড়া অনেক দামী
জ্ঞানী লোকে বলে।
____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ৪/ ৯ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।