মুমিন মুসলিম ডুকরে কাঁদে
হচ্ছে কি আজ দেশে,
পরিণতি কোথায় যে এর
ঠেকবে গিয়ে শেষে।
আজ হতবাক ভাবছে বসে
করণীয় নিয়ে
কি যে হবে আগামীতে
সোনার সন্তান দিয়ে!
নবীর সুন্নাহ্ ধরছে টেনে
চোখে ক্রোধের আগুন,
দেখলে যেনো হয় মনে হয়
শয়তানের আজ ফাগুন।
ধর্ম ব্যবসা বেড়ায় বলে
আলেম বিদ্বেষ ছড়ায়,
তারপরে হায় ওদের দিয়ে
আলেম জব্দ করায়!
পর্দার পেছন থেকে কে যে
কলকাঠি আজ নাড়ে,
ধর্মান্ধতার অভিযোগে
বসছে চেপে ঘাড়ে!
ধর্মান্ধ তো নয় রে মোরা
আমরা ধর্ম ভীরু,
ইসলাম মুসলিম মার খেয়ে যায়
বাঁশি বাজায় নিরু!
মুমিন মুসলিম একা একা
লড়ে দ্বীনের মাঠে,
নেতা বিভোর হয়ে আছে
আত্মঘাতী পাঠে।
হাতাশায় তাই জায়নামাজে
গভীর রাতে কাঁদে,
ওগো আল্লাহ্ রহম করো
পড়লাম এ কোন্ ফাঁদে!
মজলুমানের দুয়া একদিন
হবেই কবুল হবে,
দেখবে সেদিন এই জমিনে
বেদ্বীন নাহি রবে।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
১০/ ৪ / ২০২১ ইং,
শনিবার রাত ,
মেরুল বাড্ডা, ঢাকা।