হবে কি ভাই তুমি আমার
এমন বন্ধু ভবে,
শুধরে দিবে ভুলটা আমার,
যখন তাহা হবে।
একজন মুমিন হবে রে ভাই
অপর মুমিন তরে,
স্বচ্ছ সাদা আয়নার মত
যেমন থাকে ঘরে।
বদন'পরে থাকলে ময়লা
যেমন দেখি আয়নায়,
ভুলটা আমার শুধরে নেবো
মুমিন বন্ধুর কথায়।
এমন মুমিন বন্ধু আমি
চাই যে নিজের তরে,
ভুলটা শুধরে নিতে আমায়
ব্যতিব্যস্ত করে।
শুধরে নেব ভুলগুলো সব
থাকতে ভবে আগে,
একই সাথে যাবো দু'জন
জান্নাতের ওই বাগে।
____♦____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
১১ / ৯ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা৷