হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়
হৃদয় ওঠে দুলে,
যার ইশারায় বইছে হাওয়া
তাঁকেই গেলাম ভুলে!
মন মাতানো এই যে হাওয়া
কার ইশারায় বহে,
হাওয়ায় ওড়া ওই পাখিটা
কার গুণগাণ কহে!
এক পলকে এই হাওয়াটাই
হঠাৎ ক্ষেপে গিয়ে,
ঘুর্ণিঝড়ের আকার ধরে
যায় উড়িয়ে নিয়ে।
শান্ত হাওয়া কার ইশারায়
অশান্ত রূপ ধরে,
প্রবল বেগে যায় বয়ে যায়
সবকিছু লয় করে!
যার ইশারায় বহে হাওয়া
রয় না থেমে কভু,
তিনি মহান সৃষ্টিকর্তা
আল্লাহ্ তা'লা প্রভু।
_____♦️_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ২ / ৮ / ২০২৩ ইং, বুধবার
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।