জীবনের রেলগাড়ী চলে অবিরত,
বাঁকে বাঁকে গেঁথে রাখি স্বপ্ন কত শত।
জীবনটা যাচ্ছে চলে জীবনের মত,
এভাবেই কতদিন হয়ে গেলো গত।
কত স্বপ্ন এই বুকে আমি ধরে রাখি,
আরো কত স্বপ্ন দেখে এই মোর আঁখি।
স্বপ্ন মাঝে ডুবে থাকে আমার এ মন,
আশা নিয়ে স্বপ্ন দেখে বাঁচি প্রতি ক্ষণ।
রাত যায় দিন আসে, আসে নব ভোর,
জীবনের প্রেমে ডুবি লাগে কত ঘোর!
কাটানো কি যায় কভু জীবনের মায়া,
পিছু পিছু লেগে থাকে হয়ে মোর ছায়া।
আহা কী মধুর লাগে আকাশ জমিন,
মিলেমিশে একসাথে প্রবীণ নবীন।
প্রবীনেরা যায় চলে নবীনেরা আসে,
মায়ার বাঁধনে বেঁধে কত ভালোবাসে।
জীবনের এই মায়া যায় কি রে ভোলা,
কত স্বপ্ন এই মনে দিয়ে যায় দোলা।
তবুও তো যায় চলে মায়ার জীবন,
জীবনের উল্টো পিঠে লেখা যে মরণ।
_____♦______
অক্ষর বৃত্ত ৮+৬
রচনাঃ- ৫ / ৫ / ২০২১ ইং
২২ রমজান, ১৪৪২ হিজরি
মেরুল বাড্ডা, ঢাকা।