তুমি তো একমাত্র মাশুক!
তোমার আশেকের কোনো অভাব নেই!
হাজার লক্ষ পেরিয়ে অগণিত তোমার আশেক!
তুমি তাদের সবারই মাশুক!
একমাত্র মাশুক!

তোমার লক্ষ কোটি অগুনতি আশেকের ভীড়ে আমিও-
অতি নগন্য এক আশেক তোমার!

আস্পর্ধা ক্ষমা করো হে প্রিয় মাশুক আমার!
বেহায়ার মতন অনুপযুক্ত দাবী করে বসলাম এই তুচ্ছ আমি! মিথ্যুক আমি!

সহস্র পাতার ফাঁক গলে যেমন করে জমিনের উপর এসে পড়ে একফালি রোদ -

তোমার অজস্র আশেকের ভীড় গলে ঠিক তেমন করেই যদি আমার উপর এসে পড়ে তোমার রহমতের একবিন্দু আলোকচ্ছটা -

তাতেই আমি খুশি -
তাতেই আমি খুশি!

হে আমার প্রিয় মাশুক!
আমার প্রিয় রব, মা'বুদ -

আলহামদুলিল্লাহ্।
ছুম্মা আলহামদুলিল্লাহ্।

  ____♦️____

রচনাঃ- ১৮ / ৩ / ২০২৪ ইং,
৭ রমজান, ১৪৪৫ হিজরী
সোমবার, 1:32 am.
মেরুল বাড্ডা, ঢাকা।