মাযার পূজা ছেড়ে আজি
প্রভুর পূজা ধর্,
মাযার পূজা না করে তুই
প্রভুর পূজা কর্।

মাযার পূজা ছেড়ে আজি
আয় রে ফিরে আয়,
হক্কানী ওই আলেম সমাজ
যায় রে ডেকে যায়।

কেন্ রে তোরা মাযারেতে
করিস সিজদা হায়,
সম্মানের এই সিজদা থিউরি
ক্যামনে করলি আয়!

সম্মানের এই সিজদা প্রথা
শরীয়তে নাই,
হকের কথা শোন্ রে ভাই তুই
আমরা বলে যাই।

মাযার পূজার এই যে রীতি
দে তুই ছেড়ে আজ,
প্রভুর পূজায় দে মনোযোগ
থাকে যদি লাজ।

                   _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১

রচনাঃ- ২৪ / ৯ / ২০২০ ইং
শুক্রবার, মেরুল বাড্ডা, ঢাকা।