মা জননীর পায়ের নিচে
জান্নাত জেনো ভাই,
এই ভুবনে মায়ের চেয়ে
আপন কেহ নাই।

দশ মাস দশ দিন গর্ভে ধারণ
করলেন আমার মা,
সেই মায়েরে কোনোভাবেই
যেনো ভুলি না।

পেরেশান খুব হয়ে যান মা
পেলে কভু দুখ,
সন্তানকেই যে প্রাধান্য দেন
ফেলে নিজের সুখ।

মায়ের কথা রাসূল বলেন
হাদীসে তিন বার,
মায়ের মতো এই জগতে
নাই রে কেহ আর।

মা যে তোমার কতো আপন
বুঝবে একদিন ঠিক,
মায়ের কদর করো ভবে
নইলে পাবে ধিক।

             _____♦____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১

রচনাঃ- ৯ / ১০ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।