কর্ম করে খাই যে আমি
কষ্ট করে চলি,
তবু আমার বদনাম রটো
পাড়ার অলিগলি।
নিজেরটা খাই নিজের পরি
করি নিজের কর্ম,
তোমার এতো জ্বলে কেনো
এটা কেমন ধর্ম!
অন্যের পথে কেন তুমি
করো বাঁধার সৃষ্টি,
অন্যের থেকে ফিরিয়ে দাও
নিজের প্রতি দৃষ্টি।
নিজের চরকায় তেল দিয়ে যাও
অন্যের পথটা ছাড়ো,
নিজের জীবন সুন্দর করতে
নিজের পথটাই মাড়ো।
চলো রে ভাই কূটনাম ছেড়ে
নিজের পথটা ধরি,
যার যার পথে চলে এবার
আপন জীবন গড়ি।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ৮ / ১০ / ২০২০ ইং।