আমি তাকে ছেড়ে দিয়েছিলাম সেই কবে!
দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম!
নিক্ষেপ করেছিলাম বহুদূরে!
রাগে-ক্ষোভে জ্বালিয়ে দিয়েছিলাম পর্যন্ত!

কিন্তু সে আমাকে ছাড়ে নি!
ছাড়তে পারে নি!  

একদিন দু'দিন নয়, অনেকগুলো বছর অভিমান করে দূরে সরে থাকার পর -
দগদগে পোড়া ঘা নিয়েই অবশেষে একদিন এসে আমাকে জড়িয়ে ধরলো সে!

না! তার দৃষ্টিতে কোনো শূন্যতা ছিলো না!
না ছিলো ছলছল অশ্রুসিক্ত নয়ন!
আর না তাতে অসহায়ত্বের কোন ছাপ!

তার দৃষ্টিতে কেমন যেন এক দৃঢ়তা ছিলো! প্রশ্ন ছিলো!
ভাবলেশহীন কেমন যেন এক মাদকতা ছিলো!

আমি আর "না" করতে পারলাম না!

আমার ছুঁড়ে ফেলা এই কবিতাই সেদিন ভালোবাসার বন্ধনে শক্ত করে জড়িয়ে ধরে আমায় বলেছিলো -

ভালোবাসি! বড্ড ভালোবাসি!

আমি সেদিন ফের ছুঁড়তে পারি নি!
আজ অবধি ছুটতেও পারি নি!

                  ____♦️____

- রচনাঃ- ১৫ / ৩ / ২০২৪ ইং, শুক্রবার।
- মধ্যবাড্ডা, ঢাকা।