কবিতা যদি লিখবে বলে
ইচ্ছে করো তুমি,
কবিতা তুমি পড়বে আগে
চষো কাব্য-ভূমি।

সহজ নয় কবিতা লেখা
আগে শিখতে হবে,
সঠিক ভাবে চর্চা করো
হবেই কবি ভবে।

ছন্দ শেখো মাত্রা শেখো
অলঙ্কার শেখো,
শেখার শেষে তবেই তুমি
কাব্য রচো লেখো।

শিখতে হলে পড়তে হবে
পড়লে যাবে জানা,
পড়ার পরে শেখার শেষে
লেখতে নেই মানা।

দেখবে তুমি জগৎ জুড়ে
মহান কবি হবে,
মরণ পরে রাখবে মনে
তোমায় এই ভবে।

              _____♦_____

মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২

রচনাঃ- ২২ / ৯ / ২০২০ ইং।
মঙ্গলবার, মেরুল বাড্ডা, ঢাকা।