চতুর্দিকে আজি কেবল
বাড়ছে ধর্ষণ হায়,
শততম ধর্ষণেরও
খবর পাওয়া যায়।

ধর্ষকেরা ধর্ষণ করে
উল্লাস করে আজ,
ধর্ষিতা আজ পায় না বিচার
উল্টো মাথায় বাজ।  

রাস্তা-ঘাটে চলতে গেলে
লাগে অনেক ভয়,
বিবির সাথে থাকলেও স্বামী
নিরাপদ আজ নয়।

ধর্ষিতাগণ পায় না বিচার
দুঃখে মরে আজ,
চারিদিকে চলছে শুধু
ধর্ষকদেরই রাজ।

ধর্ষকেরা ধর্ষণ করে
আমরা দেখে যাই,
দেশটা কি ভাই চলবে এমনেই
কিছুই করার নাই!

                _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১

রচনাঃ- ৭ / ১০ / ২০২০ ইং
বুধবার, মেরুল বাড্ডা, ঢাকা।