কাশ ফুলেরা দুলে দুলে
ডাকছে আমায় হৃদয় খুলে
যেতে তাদের বনে,
এই আমাকে তাদের নাকি
পড়ছে খুবই মনে।
যাবো যাবো ভাবছি মনে
বলবো কথা তাদের সনে
করবো না আর দেরী,
শুভ্র কাশে মুগ্ধ আমি
অবাক চোখে হেরি।
কাশ ফুলেরা সারি সারি
কী অপরূপ তাদের বাড়ি
মায়া দিয়ে ঘেরা,
খুনশুটিতে হারাই আমি
হয় না ঘরে ফেরা৷
কাশ ফুলেরা হাওয়ায় ভাসে
আমায় খুবই ভালোবাসে
চুপি চুপি বলে,
রোজ বিকেলে চলে এসো
এই আমাদের দলে।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ -
৪+৪ ক
৪+৪ ক
৪+২ খ
৪+৪ গ
৪+২ খ
রচনাঃ- ১৯ / ৯ / ২০২৩ ইং, মঙ্গলবার,
মেরুল বাড্ডা, ঢাকা।