কার হুকুমে পূর্ব দিকে
সূর্য ওঠে ভাই?
সকাল দুপুর রাতে আমরা
কার গুণগান গাই?
কার হুকুমে পশ্চিম দিকে
সূর্য অস্ত যায়?
কার হুকুমে ধরনীতে
শীতল বায়ু বায়?
কার হুকুমে ওই নদীতে
জোয়ার ভাটা হয়?
কার হুকুমে নদীর পানি
নিরবধি বয়?
কার হুকুমে আকাশ ভেঙে
বৃষ্টি নামে ঝুম?
কার হুকুমে চোখের তারায়
রাতে নামে ঘুম?
তিনি আমার মহান মালিক
পালনকর্তা রব,
রহিম তিনি রহমান তিনি
গফুর গাফফার সব।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১
রচনাঃ- ৬ / ৬/ ২০২১ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।