কাকা কাকি ভাত খায় ,
কাকে এসে ভাত চায়।
কাকি কয় ভাত নাই,
কাকা কয় আয় খাই।
শুনে কাকি লাজ পায়,
উঠে ঘরে চলে যায়।
ফিরে এসে ফের কাকি,
বলে ভাত খাবি নাকি।
হাসি দিয়ে কাকে কয়,
ঠিক আছে আর নয়।
_____♦_____
রচনাঃ- ১১ / ৯ / ২০২৩ ইং, সোমবার।
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।