একটা মানুষের জন্ম কত সুন্দর!

তার জন্মের দিনতারিখটিও আজকের আধুনিক মানুষ জেনে যায়!

তারপর তার জন্ম ঘিরে বহু আগে থেকেই শুরু হয় -
কত আয়োজন!
নানা রকমের যত্ন-আত্তি আর -
আদর-আপ্যায়ন!

অথচ মৃত্যুটা কত নিষ্ঠুর!

একটা মানুষের মৃত্যুর পর তাঁকে ঘিরেও শুরু হয় নানা আয়োজন!
তাঁরও আদর-যত্নের বেলায় নেই কোন কমতি!

কিন্তু এই মৃত্যুর আজও পর্যন্ত সম্ভাব্য দিনতারিখটিও বের করতে পারে নি মানুষ!

দুটো আয়োজনের মাঝে কি বিশাল ফারাক!

একটিতে বয়ে যায় খুশি ও আনন্দের কি অপূর্ব এক মন্ত্রণা-
আর অন্যটিতে কেবলই পাহাড়সম দুঃখ ও বিচ্ছেদের যন্ত্রণা!

বছর ঘুরতেই একটির দিবসে মেতে ওঠে মানুষ উল্লাসে!
আর অন্যটির দিবসে মনের আকাশে কেবলই জড়ো হয় বিষাদের কালো ছায়া!


           _____♦️_____


- ২৪ / ৬ / ২০২৩ ইং, শনিবার, ১১:২১ pm
- মেরুল বাড্ডা ঢাকা।