তোমার কেনো জ্বলে এতো
তোমার কেনো জ্বলে,
নেইমার মেসির জন্য তোমার
দিল্ তো ঠিকই গলে।

প্রিয় নবীর ভালোবাসায়
জুব্বা দিলাম গায়ে,
কেনো তুমি ঝগড়া করো
পাড়া দিয়ে পায়ে।

মেসির জার্সি গায়ে তোমার
নেইমার কাটিং চুলে,
কত স্মৃতি রাখছো তাদের  
আলমারিতে তুলে।

প্রিয় নবীর প্রিয় সুন্নাহ্
রাখি যদি দাঁড়ি,
খেজি ভেটকি দিয়ে কেনো
নাড়াও জিহ্বা মাড়ি!

বোরকা হিজাব পড়েন যখন
কোনো মা বোন নারী,
মেজাজ দেখাও তাদের সাথে
পারলে মারো ঝাড়ি!

নেইমার মেসির ভালোবাসায়
তাদের মতোই চলো,
এই আমাদের বেলায় কেনো
আবোল-তাবোল বলো।

দাঁড়ি টুপি দেখলে হিজাব
কেন্ মনে হয় জঙ্গি,
মন ও মনন শুদ্ধ করো
পাল্টাও দৃষ্টি'ভঙ্গি।

ম্যাচ বিজয়ে তার হাসিতে
তোমার মুখেও হাসি,
হেরে গেলে তার দুখে ফের
মন হয়ে যায় বাসি!  

কেনো কাঁদো যখন দেখো
তাদের চোখে পানি,
আমার বেলায় পিত্তি জ্বলে
হাউ ফানি হাউ ফানি!

                   _____♦️_____  

রচনাঃ- ২৪ / ৮ / ২০২৩ ইং, বৃহস্পতিবার।
জামিয়া কাসিমিয়া মহাখালী টি এণ্ড টি কলোনী মাদরাসা, ওয়ারলেস গেইট, মহাখালী, বনানী, ঢাকা।