তুমি আমার প্রিয়তমা
তুমি আমার জান,
তোমায় নিয়ে লিখি আমি
প্রেম কবিতা গান।
তুমি আমার প্রেমের ছন্দ
আমার পংক্তির প্রাণ,
প্রণয় কাব্য জাগায় মনে
তোমার চুলের ঘ্রাণ।
তুমি আমার এই হৃদয়ের
কলি ফোটা ফুল,
এই ধরাতে তোমার প্রেমের
হয় না কোনো তুল।
তোমার কথা পড়লে মনে
হৃদয়ে পাই সুখ,
সকল ব্যথা যাই ভুলে যাই
দেখে তোমার মুখ।
এই দুনিয়ায় তুমিই আমার
জান্নাতী এক হুর,
আমার ঘরের আলো তুমি
পবিত্র এক নূর।
_____♦️_____
স্বরবৃত্ত ছন্দ - ৪+৪/৪+১
রচনাঃ- ২৯ / ৮ / ২০২৩ ইং, মঙ্গলবার, ঢাকা।
"অভিযাত্রিক-২০২৪"