জ্যৈষ্ঠ মাসে চতুর্দিকে
নানান ফলের ঘ্রাণ,
মন মাতানো ওই সে ঘ্রাণে
নাচে আমার প্রাণ।
টসটসে ওই পাকা আমের
লাগে কি যে স্বাদ,
কাঁচা আমের ভর্তার টেস্টও
চাখতে কি যায় বাদ!
কাঁঠালচাঁপার গন্ধে আমার
আসে না রে ঘুম,
ঝড়ের রাতে আম কুড়াতে
যায় রে পড়ে ধুম।
গাছে উঠে ছেলের দলে
ঝেঁকে পারে জাম,
জ্যৈষ্ঠ মাসের হাওয়ায় ভাসে
খুশির হলুদ খাম।
পাকা জামের রস দিয়ে কেউ
রঙিন করে মুখ,
জ্যৈষ্ঠের এই এ মধু মাসে
হওয়ায় উড়ে সুখ।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ২৯ / ৫ / ২০২১ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।