মহান প্রভুর নামে আমরা
কর্ম করি শুরু,
কলম হাতে লেখি সদা
শেখায় কবি গুরু ।
আল্লাহ্ মোদের সৃষ্টিকর্তা
তিনি মোদের প্রভু ,
আকাশ বাতাস পাহাড় নদী
যায় না ভোলা কভু ।
লেখালেখি আঁকাআঁকি
যাহা কিছু করি,
সকল কাজের শুরুর আগে
তাঁহার নামটা স্মরি।
নবী মোদের বলেন তিনি
মহান হাদীস পাকে,
আল্লার নামে করলে শুরু
বরকত তাতে থাকে।
মহান আল্লার নামটা বিহীন
শুরু করা কাজে,
বরকত নাহি মিলে তাতে
থাকুক যতই সাজে।
____♦____
রচনাঃ- ৩ / ৮ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।