লাল সবুজের ছোট্ট দেশে
এত্তো স্বজন প্রীতি,
স্বজন আর ওই ঘুষের টাকায়
ডুবে গেছে নীতি।

উঠে গেছে সব নীতি আজ
নিভে গেছে আলো,
লাল সবুজের প্রিয় বাংলায়
দাগ লেগেছে কালো।

স্বজন প্রীতি আর ঘুষ নীতি
বসেছে আজ জেঁকে,
জ্ঞানী-গুণীর নাই রে কদর
ফেলছে তাঁদের ছেঁকে।

চতুর্দিকে নিভে গেছে
শিক্ষার সকল আলো,
দীক্ষা কবেই গেছে মরে
জয়জয়কার কালো।

এমন হলে কেমন হবে
জাগো তরুণ আজি,
দুষ্টের দমন করো তুমি
হটাও সকল পাজি।

                _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ- ৫ / ১০ / ২০২০ ইং
সোমবার, মেরুল বাড্ডা, ঢাকা।