আমি মুসলিম পর্দা করেই
শিখবো জ্ঞানের সকল পাঠ,
প্রয়োজনে হিজাব পড়েই
ঘুরবো জ্ঞানের বিশ্ব মাঠ।
ইলম শিক্ষা ফরজ করলেন
আমার প্রিয় ওই নবী
তাঁর দেখানো পথেই শিখবো
তিনি জ্ঞানের নূর রবি
জ্ঞান সমূহের আধার নবী
নৈতিকতার পুরোধা,
তাঁর আদর্শের সুপার পাওয়ার
কভু যাবে না রোধা।
বিশ্বজুড়ে বিদ্যার্জনে
যাবো সকল বিদ্যালয়,
জ্ঞানে-গুণে সচ্চরিত্রে
গড়বো মোদের বিশ্বালয়।
দাঁড়ি টুপি হিজাব পড়েই
করবো মোরা বিশ্ব জয়,
জ্ঞানার্জনে টুপি হিজাব
নয় রে কোনো বাধা নয়।
_____♦️_____
স্বরবৃত্ত ছন্দ - ৪+৪/৪+৩
রচনাঃ- ৩০ / ৮ / ২০২৩ ইং, বুধবার
তেওতা, মানিকগঞ্জ, বাংলাদেশ।