বছর ঘুরে ঈদুল ফিতর
এলো আবার চলে,
সবার ঘরে ঈদের খুশি
রঙিন বাতি জ্বলে।
সন্ধ্যা থেকেই রান্না বান্নার
আয়োজন হয় শুরু,
সবার মনেই খুশির জোয়ার
করে উড়ু উড়ু।
কোর্মা পোলাও পায়েস রাঁধে
রাঁধে কত কিছু,
রান্নার ঘ্রাণটা উড়ে উড়ে
আসে পিছু পিছু।
প্রতিদিন তো আসে না রে
ঈদের এমন খুশি,
চল্ রে সবাই ঈদের শিক্ষা
সারা বছর পুষি।
ঈদের খুশি চলো আমরা
বিলাই সবার মাঝে,
এসো সবাই পৃথিবীকে
সাজাই নতুন সাজে।
__♦___
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ১২ / ৫ / ২০২১ ইং
২৯ রমজান, ১৪৪২ হিজরী, বুধবার।
মেরুল বাড্ডা, ঢাকা।