কবিতাঃ- বিদায় দুই হাজার বিশ সাল
লেখকঃ- মুহাম্মাদ আবদুল হাই

দু হাজার বিশ সাল
চলে গেলো আজ
দু হাজার একুশ সাল
করবে নব রাজ।

সুখে দুখে কেটে গেছে
দু হাজার বিশ,
কত স্মৃতি জমা আছে
করবো ওরে মিস।

বড়ো বড়ো আলেমেরা
গেলো চলে হায়,
শোকে ভরা বিশ সাল
আজ চলে যায়।  

নতুন বছরে এসো
হাতে রাখি হাত,
রিপুর তাড়না চলো
করি কুপো'কাৎ।

ভালো কাজ মিলেমিশে
করি সব জনে,
বিপথেতে নহে আর
পণ করি মনে।

               _____♦_____

মধ্যসম প্রবাহমান পয়ার ৮+৬ ( দুই লাইনে)
৩১ / ১২ / ২০২০ ইং, বৃহস্পতিবার রাত
বাড়ী ১৬, রোড ৫, ডি আই টি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা।