ওড়ে ঘুড়ি
দেখে খুকি
খিলখিল হাসছেই,
তাই দেখে
এঁকেবেঁকে
ঘুড়ি ওই ভাসছেই ।

ঘুড়ি কই
ঘুড়ি কই  
সুতো বুঝি কাটলো,
ঘুড়ি নাই
খুকি তাই
বাড়ি পথে হাঁটলো।

            _____♦_____

রচনাঃ- ১১ / ৯ / ২০২৩ ইং, সোমবার।
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা৷