প্রতিভাবান লেখক যদি
তুমি হতে চাও,
সবার আগে জ্ঞান পরিধি
নাও বাড়িয়ে নাও।
জ্ঞান পরিধি বাড়াতে দাও
জ্ঞান সমুদ্রে ডুব,
জ্ঞান সমুদ্রে নামতে হলে
পড়তে হবে খুব।
জ্ঞান বাড়াতে পড়াশোনার
নাই বিকল্প পথ,
পড়াশোনাই জ্ঞান শিখরে
ঊর্ধ্বে ওঠার রথ।
পাঠক লেখক দু’য়ের পড়া
কখনও এক নয়,
পাঠকের চে' লেখকের পাঠ
বিশ্লেষণী হয়।
হাজার লেখায় হাজার রকম
পাবে হাজার পাঠ,
সন্ধানী মন সন্ধান দেবে
জ্ঞানের নতুন মাঠ।
_____♦️_____
রচনাঃ- ২ / ৯ / ২০২৩ ইং শনিবার,
মেরুল বাড্ডা ঢাকা।