আমার আছে পাঁচজন ফুফু
নানান জায়গায় থাকেন,
আদর করে আমায় তাঁরা
মুফতী বলে ডাকেন।
বড় ফুফু থাকেন দূরে
ঢাকার বাইরে বন্দর,
আমি আছি মনে যেন
হৃদয়েরই অন্দর।
মেজো ফুফু মুন্সিগঞ্জে
থাকেন সবাই মিলে,
সেজো ফুফু হাসনাবাদে
আছেন আমার দিলে।
ছোট দুইজন ফুফু থাকেন
মিরপুরের ওই বাসায়,
সবার কাছে যাই যে ছুটে
আদর পাবার আশায়।
ফুফা ফুফু সবাই মিলে
থাকুন সবাই ভালো,
দুয়া করি তাঁরা যে হন
দুই জাহানের আলো।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ১৩ / ৯ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।