নেবেন কি ভাই আমার থেকে
একটা গোলাপ ফুল,
গোলাপ বিক্রির টাকা দিয়েই
চলে সংসার কুল।
একটা ফুলের দাম বেশী নয়
মাত্র টাকা পাঁচ,
হকার করেই জীবন কাটে
এটাই মোদের ধাঁচ।
পথ হতে পথ পথান্তরে
যাই যে ছুটে রোজ,
ক্যামনে চলছে মোদের জীবন
নেয় না কেউই খোঁজ।
রোজকার কামাই রোজই করি
বসার সুযোগ কই,
অসুখ বিসুখ হলে সেদিন
অনাহারেই রই।
অর্ধাহারে অনাহারে
কাটছে হকার দিন,
এত কষ্টের মাঝেই মোরা
বাজাই সুখের বীণ।
____♦____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১
রচনাঃ- ১৪ / ১০ / ২০২০ ইং
বুধবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।