রোযা শেষে ঈদের চাঁদ,
খুশিতে নেই কোনো খাঁদ।
সাজ রে সবাই নতুন সাজ,
বাঁধ ভেঙেছে খুশি আজ।
বছর ঘুরে এলো ঈদ,
ভেঙে যাক আজ সবার জিদ।
পেতে দাও আজ সবাই বুক,
আসুক নেমে স্বর্গ সুখ।
ঈদের নামাজ পড়বো আজ,
হাতে তাসবী জায়নামাজ।
সুরমা চোখে আতর গায়,
ঈদগাহেতে সবাই যায়।
ভেসে আসে খোশবু ঘ্রাণ,
ঘ্রাণে জুড়ায় মন ও প্রাণ।
সদকা ফিতর দেবো সব,
দানে খুশি হবেন রব।
রোযা শেষ আজ ঈদের দিন,
বাজা সবাই খুশির বীণ।
ঘরে ঈদের রান্না হয়,
মানবতার হোক না জয়।
__♦__
স্বরবৃত্ত ছন্দ ৪+৩
রচনাঃ- ৫ / ৫ / ২০২১ ইং
২২ রমজান, ১৪৪২ হিজরি
মেরুল বাড্ডা, ঢাকা।