শিশুসবে বসো পাঠে
পড়ো দিয়ে মন,
সদা বলো সত্য কথা
মানো গুরুজন।

মিথ্যে বলা মহাপাপ
বলেন সকল গুণী,
মিথ্যে যেন তব মুখে
নাহি কভু শুনি।

যিনি বলে মিথ্যে কথা
ঘৃণে তাকে সবে,
মিথ্যেবাদীর নেই দাম
নেই ঠাঁই ভবে।

     ___♦___

রচনাঃ- ২২ / ৮ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।