মৃত্যুর কথা স্মরণ করো
একদিন মৃত্যু হবে,
কেউ জানে না তাঁহার মৃত্যু
কোন্ দিন হবে কবে!
মুমিন ব্যক্তি মৃত্যুর তরে
সদাই প্রস্তুত থাকে,
আখেরাতের সামান নিয়ে
রবকে তাঁরা ডাকে।
মুমিন ব্যক্তির মৃত্যু নিয়ে
প্রিয় নবী বলেন,
মহান রবের ডাকে মুমিন
হাসতে হাসতে চলেন।
মৃত্যু হলো মহান রবের
তোহফা মুমিন তরে,
মৃত্যুর পরে যায় রে মুমিন
রবের দেয়া ঘরে।
প্রভুর উপর নবীর উপর
ঈমান রাখো তুমি,
তবেই এমন তোহফা তোমার
আসবে ললাট চুমি।
_____♦_____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ২৪ / ৯ / ২০২০ ইং।
বৃহস্পতিবার, মেরুল বাড্ডা, ঢাকা।