আমি সকালকে ডাকলাম -
সাড়া দিলেন সকাল আহমেদ!
আমি রাত্রিকে ডাকলাম ;
হুম! - বললেন রাত্রি বেগম!

আমি ভোরকে ডাকলাম,
মিহি স্বরে উত্তর দিলো ঊষা আক্তার!
আমি ডাকলাম সন্ধ্যাকে -
ঝটপট সাড়া দিলো মিস সন্ধ্যা!  

আমি দুপুরকে ডাকলাম -
কোনো সাড়া নেই!
ডাকলাম বিকেলকে - এই বিকেল!
বিকেলও সাড়াশব্দহীন!  

আমি বুঝতে পারলাম -
দিন থেকে রাত অবধি বিভিন্ন সময় থেকে ধার করে নেয়া মানুষের নামগুলোর মধ্যে শুধু এই দুপুর আর বিকেলই বাদ পড়েছে!

তাই আমি ভালোবাসলাম দুপুর এবং বিকেলকেই!
কারণ-
তাদের ভালোবাসার কোনো দাবীদার নেই!

            _____♦️_____

- রচনাঃ- ৯ / ৭ / ২০২৩ ইং, রবিবার। ২:২৯ pm
মেরুল বাড্ডা, ঢাকা।