শেখ রাসেল শেখ রাসেল
ছোট্ট শিশু বাবু
মায়ায় ভরা মুখ দেখেও
হয় নি ওরা কাবু।
বাবার সাথে মায়ের সাথে
মারলো গুলি করে,
ছোট্ট বুকে বুলেট বিঁধে
রক্ত পড়ে ঝরে।
শিশু রাসেল রয় তাকিয়ে
নেই সে চোখে ভয়,
কেমন করে মানুষগুলো
পাষাণ এতো হয়!
ছোট্ট শিশু রক্তে ভাসে
নিথর দেহে শুয়ে,
তাঁর গড়িয়ে পড়া রক্তে
যাচ্ছে মাটি ধুয়ে।
ছোট্ট শিশু শেখ রাসেল
কি ছিলো তার দোষ,
জবাব চাই, দিতেই হবে -
মানুষ যদি হোস!
______♦______
মাত্রাবৃত্ত ছন্দ - ৫+৫+৫+২
রচনাঃ- ১৮ / ১০ / ২০২৩ ইং, বুধবার, ১ঃ৩০ am.
মেরুল বাড্ডা, ঢাকা।
আজ (১৮ / ১০ / ২০২৩ ইং) শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছোট্ট খালাতো বোন নাজিহার অনুরোধক্রমে লেখা। সে তার স্কুলের দেয়ালিকায় তারই নাম দিয়ে জমা দিয়েছে কবিতাটি।