ছোট্ট শিশু মায়ের কোলে
দুলছে হেলেদুলে,
বাবার কোলে উঠলে শিশু
হাসে প্রাণটা খুলে।

ছোট্ট শিশু ফুলের মতো
সবাই ভালো বাসে,
শিশুর টানে ছোট বা বড়ো
সবাই কাছে আসে।

ছোট্ট শিশু আদর পেলে
কোলে উঠতে চায়,
আদর দিলে ছোট্ট শিশু
সবার কাছে যায়।

ছোট শিশুর কান্না হাসি
সবই লাগে ভালো,
ছোট্ট শিশু বাবা মায়ের
দু' নয়নের আলো।

ছোট্ট শিশু খোদার দেয়া
জান্নাতের ফুল,
ছোট্ট শিশু সবার কোলে
দোলে দোদুল দুল।

                _____♦️_____

মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২

রচনাঃ- ৮ / ১০ / ২০২০ ইং
বৃহস্পতিবার রাত নয়টা,
মেরুল বাড্ডা, ঢাকা।