শেখো ছন্দ নয় দ্বন্দ্ব তৈরি হও আগে,
শেখো কাজ নহে লাজ দেখো সবে জাগে।
মাত্রা জ্ঞান পাঠে ধ্যান বুঝে বুঝে পড়ো,
যত্রতত্র ছন্দপত্র যাহা পাবে ধরো।

অল্প করে অল্প ধরে আস্তে ধীরে শিখো,
এর পরে ধ্যান করে টুক টাক লিখো।
যথাতথা বাজে কথা বোলো না'কো আর,
হলে ভুল যাবে কুল পাবে না যে ছাড়।

হলে শেখা শুরু লেখা করো মন দিয়ে,
নাহি শিখে অল্প লিখে গর্ব এতো কিয়ে!
লেখা যেনো পাই জেনো মধু দিয়ে মিশে,
সাক্ষী প্রভু নাহি কভু দিল্ পঁচা বিষে।

দিয়ে দিল্ অন্তমিল তৈরী করে নাও,
ছন্দ কতো আছে যতো ততো দিয়ে গাও।
নাও শিক্ষা ধরো দীক্ষা নম্র ভাবে চলো,
উচ্চ স্বরে নাহি ধরে নিম্ন স্বরে বলো।

এই ধরা ভাবে সরা নিজে জ্ঞানী লাগে,
যত ছন্দ হবে মন্দ পড়াশোনা আগে।
মূর্খ হলে জ্ঞানী দলে যাবে কোন্ মুখে
তাই ভবে শিখো সবে পড়ো সুখে দুখে।

                     ____♦____

তরল পয়ার ছন্দ ৪+৪+৬ / ৮+৬
রচনাঃ- ৪ / ১০ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।