আয় রে সকল ছেলে মেয়ে
মাদ্রাসাতে যাই,
মাদ্রাসাতেই কেবল আজি
দ্বীনের শিক্ষা পাই।

মাদ্রাসাতেই প্রাতিষ্ঠানিক
দ্বীনি শিক্ষা হয়,
মাদ্রাসা হীন দ্বীনের শিক্ষা
নির্ভরযোগ্য নয়।

ইশকুল কলেজ ভার্সিটি আজ
দ্বীনি শিক্ষা হীন,
এই হৃদয়ে তাই তো কেবল
বাজে দুখের বীণ।

আল্লাহ্ রাসূল কুরআন হাদীস
বাদ দিয়েছি  সব,
আমাদের এই কর্মে কিন্তু
বেজার মহান রব!

দ্বীনের শিক্ষায় মাদ্রাসার আজ
বিকল্প আর নাই,
দ্বীন শিখতে তাই মাদ্রাসাতে
এসো সবাই যাই।

              _____♦_____

রচনাঃ- ৩০ / ৯ / ২০২৩ ইং, শনিবার, সন্ধ্যা ৫:৫৯ মিনিট।
মেরুল বাড্ডা, ঢাকা।