খুব মনে পড়ে আজ ফেলে আসা ওই দিনগুলোর কথা,
ভুলি নি কিছুই স্মৃতির পাতায় রেখেছি সবই জমা।

ছোঁয়াছুঁয়ি, বরফপানি আর লুকোচুরির খেলা,
হারিয়ে গেছে সেসব আজি কেটে গেছে বহু বেলা।

চির-চেনা ওই মুখগুলো আজ বড়ই অচেনা,
দোস্ত বলে গলা জড়িয়ে তোর পরিচয় দে না!

আগের মতই এখনও আছে চির-চেনা এই পথ,
বদলে গেছি আমিই শুধু পারি নি থাকতে সৎ!

বদলে গেছে সবাই এখন পাল্টে গেছে পৃথিবী
হারিয়ে গেছে শৈশব আমার রয়ে গেছে তার স্মৃতি!

আব্বু বলে ছোট্ট মেয়েটা আজ দেয় দাঁড়িতে টান,
ওর সময়ের শৈশব আমার স্মৃতিতে অম্লান!

জীবনটা আজ বড়ই কঠিন শুধুই সেক্রিফাইস
হ্যাঁ রে ও শৈশব! আসবি কি তুই ফিরে হয়ে সারপ্রাইজ?

        ____♦____


রচনাঃ- ২৩ / ৫ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।    

টীকাঃ- এখানে "সৎ" বলে শৈশবকালের "নিষ্পাপতা"কে বুঝানো হয়েছে।